দুই মাস পর মাঠে ফিরলেন মেসিরা

করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো স্পেনেও মার্চে বন্ধ হয়ে যায় ফুটবল। দীর্ঘ অপেক্ষার পর স্পেনে মাঠে ফুটবল ফেরানোর তৎপরতা চলছে। তারই ধারাবাহিকতায় দুই মাস পর বার্সেলোনার খেলোয়াড়রা ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছে।

হুয়ান গাম্পার স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকেরা।

স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করার জন্য স্পোর্টস কমপ্লেক্সের তিনটি মাঠ ব্যবহার করেছে বার্সেলোনা। যাতে করে সব খেলোয়াড় যথেষ্ঠ জায়গা নিয়ে অনুশীলন করতে পারেন। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি স্কিল ট্রেনিংও হয়েছে শুক্রবার।

আরো পড়ুন :
চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ আর নেই
বিশ্বে করোনায় আক্রান্ত ৪১ লাখ, মৃত ২ লাখ ৮০ হাজারের বেশি

গত বুধবার করোনাভাইরাস পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছিল লা লিগার খেলোয়াড়দের মাঠে ফেরার প্রক্রিয়া। বার্সেলোনার সকল খেলোয়াড়ের পরীক্ষার ফল নেগেটিভ আসায় অনুমতি মেলে শুক্রবার থেকে অনুশীলনের। সে ধারাবাহিকতায়ই প্রথম দিনের অনুশীলন সেরে নিয়েছে টেবিল টপার বার্সা।

এদিন অন্য সব খেলোয়াড়ের মতো বার্সা অধিনায়ক লিওনেল মেসিও ব্যক্তিগত অনুশীলন করেছেন। জোহান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে মাঠে বল নিয়ে রানিং, ড্রিবলিং করেছেন মেসি।

ইনজুরির কারণে উসমানে দেম্বেলে বাদে বার্সার বাকি সবাই অনুশীলনে যোগ দিয়েছে।

লিগে বার্সেলোনার ১১ ম্যাচ বাকি। এখন পর্যন্ত দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে দলটি। রিয়াল মাদ্রিদ অনুশীলন শুরু করবে সোমবার থেকে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুনের শেষ দিকে শুরু হতে পারে স্প্যানিশ লিগের খেলা।

মে ১০, ২০২০ at ১০:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিজে/এএডি