আর্জেন্টাইন ফুটবলার দিবালা এখন করোনামুক্ত

দীর্ঘ দেড় মাস পর অবশেষে করোনা করোনাভাইরাস মুক্ত হলেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফুটবলার দিবালা। বুধবার (৭ মে) নিজেই এ কথা জানানা জুভেন্তাস স্ট্রাইকার।

জানা যায়, দিবালা এখন পুরোপুরি করোনা থেকে মুক্ত হয়েছে। জুভ সতীর্থ ড্যানিয়েল রুগানি এবং ব্লাইজ মাতুইদিও করোনাভাইরাসে আক্রান্ত হন। দিবালা মার্চে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন।

জুভেন্টাসের পক্ষ থেকে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রোটোকল অনুসারে, পাওলো দিবালা কোভিড-১৯ এর জন্য ডায়াগনস্টিক টেস্টের ডাবল চেক হয়েছে। দু’বারই নেগেটিভ এসেছে। সুতরাং দিবালা সুস্থ হয়ে উঠেছে এবং আর তাকে হোম আইসোলেশনে থাকবে হবে না।’

ইনস্টাগ্রামে এক পোস্টে দিবালা লিখেছেন, ‘আমার চেহারাই সব কিছু পরিস্কার করে বলে দিচ্ছে। আমি এখন পুরোপুরি কোভিড-১৯ মুক্ত।’

করোনা আতঙ্ক কাটিয়ে মঙ্গলবার থেকে প্র্যাকটিস শুরু করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ফুটবলাররা। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালি পৌঁছালেও তাকে রাখা হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। রোনালদো প্র্যাকটিসে না থাকলেও প্রথম দিন থেকেই অনুশীলনে নেমে পড়লেন অধিনায়ক জর্জিও চিয়েল্লিনি ও লিওনার্দো বোনুচ্চি।

মে ০৭, ২০২০ at ১১:১৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ভিকে/এএডি