কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করলেন এমপি শিখর

মাগুরার সদর উপজেলায় কৃষি ভর্তুকির মাধ্যমে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে চলতি মৌসুমের বোরো ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আল হাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সোমবার সদরের নিশ্চিন্তপুরের কৃষক আরব আলীর জমিতে এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন হয়। মেশিনটি নিশ্চিন্তপুর গ্রামের কৃষক হেমায়েত আলী ভর্তুকির মাধ্যমে পেয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা প্রমুখ।

আরো পড়ুন :
গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৮
সীমিত আকারে খুলে দেয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী
লালপুরে প্রধানমন্ত্রীর অনুদান পেলো ৮ মাদ্রাসার শিক্ষাথীরা

অনুষ্ঠানে জানানো হয়, মাগুরাতে আগে থেকেই ১১টি কম্বাইন্ড হার্ভেস্টার ম্যাশিন আছে। এ বছর নতুন করে আরো ৭টি ম্যাশিন যুক্ত করা হয়েছে। প্রত্যেকটি মেশিনের মাধ্যমে ঘন্টায় ১ একর জমির ধান কাটা সম্ভব। এতে করে শ্রমিক সংকট দুর করার পাশাপাশি শতকরা ৩ ভাগ খরচ সাশ্রয় হয়। ২০ লাখ টাকার প্রতিটি মেশিনের মোট মুল্যের শতকরা ৫০ ভাগ সরকারিভাবে ভর্তুকি দেয়া হয়েছে। মেশিন মালিকরা এটির ভাড়া ভিত্তিতে বিভিন্ন কৃষকের ক্ষেতের ধান কাটবেন।

স্থানীয় কৃষকরা জানান, প্রতি এক একর জমির ধান ৪ হাজার টাকা ভাড়া দিয়ে তারা কাটতে পারছেন। এতে অতি অল্প সময়ে দিনমজুর লাগিয়ে ধান কাটার খরচের চেয়ে ৫০ শতাংশ কম খরচে ধান কাাটতে পারবো আমরা।

মে ০৪, ২০২০ at ১৬:২৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এএডি