লালপুরে প্রধানমন্ত্রীর অনুদান পেলো ৮ মাদ্রাসার শিক্ষাথীরা

নাটোরের লালপুরে ৮ কওমী মাদ্রাসার এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিশেষ বরাদ্দের ৮৫ হাজার টাকার চেক প্রতিষ্ঠান প্রধানদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ৮টি মাদ্রাসার সুপারদের হাতে মাদ্রাসার শিক্ষার্থীদের এই অনুদানের চেক হস্তান্তর করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

আরো পড়ুন :
তালতলীতে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদন্ড
করোনা আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু : মেয়ে আক্রান্ত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

চেক হস্তান্তর শেষে মাদ্রাসা সুপারগণ কওমী মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের জন্য এই অনুদান প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও তার দীর্ঘায়ু কামনা করেন ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেএম নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমুখ।

মে ০৪, ২০২০ at ১৪:০৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি