জীবননগরে দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পুরাতন চাকলা গ্রামে করোনাভাইরাসের কারণে গৃহবন্দী হয়ে পড়া কর্মহীন, খেটে খাওয়া, দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০২ মে) সকাল ১০টার সময় জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের চাকলা গ্রামের ১০০ (একশত) অসহায় পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আরো পড়ুন :
টেকনাফের পোকাগুলো পঙ্গপাল নয়
ছুটি বাড়তে পারে ১৬ মে পর্যন্ত
শার্শায় এক দিনের বৃষ্টিতে মাঠে ভাসছে কৃষকের স্বপ্ন

মহামারী করোনাভাইরাস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে রায়পুর ইউপি সদস্য মানিক হোসেনের উদ্যোগে এবং প্রবাসী আলী আহম্মদের সহযোগিতায় চাউল, ডাউল, সাবান, চিনি, সেমাই, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পুরাতন চাকলা গ্রামের খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষের বাড়িতে যেয়ে পৌঁছে দেওয়া হয়।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার রোধে চুয়াডাঙ্গা জেলায় চলছে অনির্দিষ্টকালের জন্য লকডাউন। আর এই লকডাউনের কারণে চাকুরীজীবী ও নির্দিষ্ট কিছু ব্যবসায়ী ছাড়া প্রায় সবধরনের জনগণই মারাত্মক অভাবে দিন কাটাচ্ছে।

মে ০২, ২০২০ at ২০:১২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি