টেকনাফের পোকাগুলো পঙ্গপাল নয়

টেকনাফে গাছের পাতা খেকো যে প্রজাতির পোকার সন্ধান মিলেছে এটি এক প্রকারের ঘাস ফড়িং। সারা দেশেই রয়েছে এসব পোকা। কোনো ক্ষতিকারকও নয়। বাস্তবে পোকাটি পঙ্গপাল নয়।

শনিবার (২ মে) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) দুজন বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন টেকনাফ গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন :
শার্শায় এক দিনের বৃষ্টিতে মাঠে ভাসছে কৃষকের স্বপ্ন
প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান মুহিত
পাইকগাছায় বিজেআইটি’র পক্ষ থেকে খাদ্য ও সবজী বিতরন

কক্সবাজারের কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. আবুল কাসেম জানান, বৈজ্ঞানিক কর্মকর্তাদ্বয় টেকনাফের লম্বরিপাড়া নামক স্থানে সরেজমিন গিয়ে নিশ্চিত করেছেন এসব পোকা পঙ্গপাল নয়। বাস্তবে এগুলো ঘাস ফড়িং প্রজাতির এক প্রকারের পোকা। এসবের বৈজ্ঞানিক নাম হচ্ছে-‘অলারসিস-বিলারিস।’

বৈজ্ঞানিক কর্মকর্তাদ্বয় জানিয়েছেন, টেকনাফের এসব পোকাগুলো সারা দেশেই রয়েছে। ঘাস ফড়িং প্রজাতির এসব পোকা কোনো ক্ষতিকারক পোকা নয়। এসব পোকা বনজ গাছগাছালির পাতা খেয়ে থাকে। পোকাগুলোর শরীর অত্যন্ত নরম। এগুলোর পাখাও নেই, তাই উড়তে পারে না। টেকনাফের যে স্থানে পোকাগুলো বংশ বিস্তার করেছিল সেখানে কৃষি বিভাগ বিষ প্রয়োগ করায় বর্তমানে পোকাগুলোর বিচরণও নেই। আজ বৈজ্ঞানিক কর্মকর্তারা মাত্র একটি পোকা পেয়েছেন মাত্র।

মে ০২, ২০২০ at ২০:০৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কেকে/এএডি