জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা অব্যাহত

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে সরকারি নিয়ম নীতি অমান্য ও সাধারণ ভোক্তাদের সাথে কারচুপির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জীবননগরের চ্যাংখালি রোডে বিভিন্ন প্রতিষ্ঠানে দিনভর এই অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন :
গাইবান্ধায় কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক-কর্মচারিরা
চুয়াডাঙ্গার বড়শলুয়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
গাইবান্ধায় ৮ দফা দাবিতে কৃষক সমিতির স্মারকলিপি প্রদান

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা’র সহকারী পরিচালক সজল আহম্মেদ।

চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম অভিযানে তাকে সহযোগিতা করেন।

বিগত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে একটানা অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তাদের এই অভিযানকে চুয়াডাঙ্গাবাসী সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি এই অভিযান সারা বছরই যেন অব্যাহত থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছেন।

এপ্রিল ৩০, ২০২০ at ১৭:১২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি