নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারী কাঁচামালের হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম। জীবননগর থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

আরো পড়ুন:
বিদ্যুৎ পিষ্টে কৃষকের মৃত্যু
তুচ্ছ ঘটনায় ইউপি সদস্যকে মারপিট
চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনস্থা প্রস্তাব

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম উপজেলার সবথেকে বড় কাঁচামালের হাটে প্রবেশ করে ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

পাশাপাশি হাটে আগত বেশকিছু মানুষকে হাত ধোয়ার উপকরণ হিসাবে সাবান বিতরণ করেন।
এছাড়া হাট সংলগ্ন মেইন রোডের উপর বেশকিছু গাড়ির কাগজপত্র চেক করা হয়। এ সময় এক মোটরসাইকেলের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়।