চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনস্থা প্রস্তাব

আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলার ৫ নং দ্বাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কাননের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগের মাধ্যমে অনস্থা প্রস্তাব করেন।

এ সময় উপস্হিত ছিলেন, দ্বারিয়াপুর ইউনিয়ন ইউপি সদস্য মোঃ লাভলু বিশ্বাস, মোঃ নবুয়ত আলী, মোঃ মোফাজ্জেল হোসেন, মোঃ বিল্লাল হোসেন মোল্যা, মোঃ জামাল বিশ্বাস, মোঃ ইলিয়াস কাঞ্চন, হামজা, মোঃ আবু সাইদ, মোঃ নওশের আলী শেখ এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতা সমাদ্দার।

লিখিত অভিযোগে বলা হয়, দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কানন ট্যাক্সের টাকা থেকে সম্মানি না দিয়ে নিজে লুটপাট করেন। বিভিন্ন সরকারি প্রকল্প যেমন টি আর , কাবিখা, ৪০ দিনের কর্মসূচী ও এ ডি পি ইত্যাদী সভা না করে নিজে দেন। মাসিক সভা না করা। এল জি এদ পির কাজ না করে টাকা আত্বসাৎ করেন। বয়স্ক, বিধবা, পঙ্গু, গর্ভকালীন ভাতা সদস্যদের মাধ্যমে না দিয়ে, সে নিজেই টাকার বিনিময়ে করে দেন। ইউনিয়ন পরিষদের সর্বপ্রকার কাজ সে কোন সভা না করে নিজের সিদ্ধান্ত মোতাবেক করেন। টাকার বিনিময়ে বয়স্কভাতার কার্ড বিত্তবানদের প্রদান করেন। এবং সদস্যদের সাথে অসৎ আচরন , ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে সই সম্পাদন করিয়ে নেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির জানান, দ্বারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থা প্রস্তাব গ্রহন করা হয়েছে। অফিস বন্ধ থাকায় অফিসিয়ালি কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। অফিসের কার্যক্রম শুরু হলেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হবে।