হোম কোয়ারেন্টাইন না মানায় রাংগুনিয়ায় ২ জনকে জরিমানা

করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ এখন সবখানে। এ অবস্থায় বিদেশ ফেরত লোকজনকে কোয়ারেন্টাইনে থাকতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশ না মানায় সৌদি আরব ফেরত রাংগুনিয়ার এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। ওই ব্যক্তি দুইদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসে। তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়।
আরও পড়ুন: ডিবি পুলিশের অভিযানে শুটার গানসহ ডাকাত গ্রেফতার

বৃহষ্পতিবার (১৯ মার্চ) একই অভিযোগে পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকায় সংযুক্ত আরব আমিরাতের আবুদাবি ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদেশ ফেরত ব্যক্তিরা ঘরে না থেকে বাইরে ঘোরাফেরার অভিযোগ পাওয়া যাচ্ছে।

দেশদর্পণ/কেএন/এসজে