রুয়েট শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আগামী বুধবার দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সকল কার্যক্রম আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের নিদের্শনা মতো রুয়েটের একাডেমিক সভায় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সেই অগ্নিদগ্ধ শিশুর দায়িত্ব নিলেন মেয়র মিন্টু

তিনি আরও বলেন, আগামী বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ১ এপ্রিল সকালে হলগুলো খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত রোববার রুয়েটের শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস বর্জনের ঘোষণা দেয়।

দেশদর্পণ/এমআরআর/এসজে