ঐতিহাসিক ৭ মার্চে যবিপ্রবির নানা কর্মসূচি গ্রহণ

যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি গ্রহণের কথা জানানো হয়।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টা ৪৫ মিনিটে যবিপ্রবির উপাচার্য মহোদয়ের নেতৃত্বে যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ভাষণ প্রতিযোগিতা (বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ)। দুপুর সাড়ে ১২টায় ভাষণ প্রতিযোগিতার ফলাফল, পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান। এ সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

দেশদর্পণ/এআর/এসজে