দিল্লিতে মুসলিমদের ওপর নিপীড়ন, হত্যার প্রতিবাদে মানববন্ধন

উগ্রবাদী মোদি সরকার সাম্প্রদায়িক সাম্প্রতি বিনষ্ট, দিল্লির পবিত্র মসজিদে অগ্নিসংযোগ, শান্তিপ্রিয় নিরীহ মুসলিম জনতা ও সিএএ নিয়ে আন্দোলনরত সাধারণ জনগণের উপর সহিংস হামলার প্রতিবাদে “যুল-ইয়ামিন ছাত্রকল্যান পরিষদের”উদ্যোগে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের মুরাদপুরস্থ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে জামেয়ার অভিমুখে মিছিল বের করা হয়।
আরও পড়ুন: পাপুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ সভায় মানুষের ঢল

উক্ত মানববন্ধন ও মিছিলে প্রধান অতিথি ছিলেন ডঃ সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী,তিনি তার বক্তব্যে বলেন, এদেশে মোদীর কোন জায়গা হবেনা, দরকার হয় মুক্তিযুদ্ধের চেতনায় আবার জেগে উঠব। তিনি আরো বলেন, যে মসজিদে আঘাত করলো সে কাফের ইসলাম বিদ্বেষী, আমরা ১৬ কোটি মুসলমান চাইলেই সব মন্দির একদিনেই ধ্বংস করতে পারি কিন্তু আমার ধর্ম আমাকে সে শিক্ষা দেয়নি।

এছাড়াও উক্ত মানববন্ধনে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও যুল ইয়ামিন ছাত্র কল্যান পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশদর্পণ/এইচআর/এসজে