প্রাণের ভাষা মাতৃভাষা

প্রাণের বিনিময়ে রক্ত ক্ষরণে
পেয়েছি খুঁজে মায়ের ভাষা
ঘুমিয়ে থেকে মায়ের বুকে
শুনতে পাই মায়ের কথা।

বাঙালীরা বাংলার জন্যে
রক্ত জড়িয়েছে হেসে হেসে
লক্ষ শহীদদের প্রাণের বিনিময়ে
মাতৃভাষা পেলাম অবশেষে।

শিশু কিশোর সকলের শিক্ষা
মাতৃভাষায় পাবে খুঁজে দীক্ষা
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস
ভাষার জন্য ছিল বড় পরীক্ষা।

ভয় করেনি বাংলার মানুষ
শত্রু বাহিনীকে করেছে বেহুঁশ
শহীদদের করবো শ্রদ্ধা স্বরণ
একুশে করবো মাতৃভাষা বরণ।

দেশদর্পণ/এমএফকে/এসজে