রাবিতে খালেদা জিয়ার মুক্তির দাবি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ক্রমেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। দেশ থেকে আজ গণতন্ত্র বিলীন হয়ে গেছে। এসময় প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে অবিলম্বে বেগম জিয়াকে মুক্তির দাবি জানান বক্তারা।
আরও পড়ুন: ৬৮ বছরেও স্বীকৃতি পাননি এই ভাষা সৈনিক

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আওরঙ্গজেব মো. আব্দুর রহমানের স ালনায় এবং ফোরামের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী, কলা অনুষদের ডীন অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক মামুনুর রশীদ, অধ্যাপক সারওয়ার জাহান লিটন, অধ্যাপক গোলাম সাদিক, অধ্যাপক আবুল হাসান মুকুল, অধ্যাপক ড. হাছানাত আলী প্রমুখ।

এসময় প্রায় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

দেশদর্পণ/এএসএস/এসজে