একাকিত্ব

আজকে আমার প্রচন্ড মন খারাপ
চারিদিকে দেখি শুধু বিষন্নতার ছাপ,
একাকিত্বের যন্ত্রণায় কাতর এই মন
প্রিয় মানুষটিকে বারংবার করছে স্মরণ।

এই পৃথিবীর বুকে দামী একজন
ভালোবাসায় পরিপূর্ণ কোনো এক প্রিয়জন,
যার প্রতিটি কথা ছিলো প্রেমময়
তবে আজ শুন্য সেই হৃদয়।

জানি না কোন ভুল এমন
মধুর সম্পর্ক ভাঙার হলো কারণ,
সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়
আমাকে কাঁদায় রোজ স্মৃতির মায়ায়।

আমার সরলতার কথা পড়লে মনে
জানি সে কাঁদে আমার স্মরণে,
স্বীয় ভুলে প্রায়শ্চিত্তে মাথা নত
তবু পারে না লুকাতে ক্ষত।

কারো প্রতি কোনো অভিযোগ নেই
বরং আমি ভালো আছি একাকিত্বেই,
তারপরেও কেউ যদি ভালোবাসে আমায়
সুখ খুঁজে নিবো তাঁর ছোঁয়ায়।

আমি ভালোবাসা খুঁজি সত্য মনের
যেখানে লোভ- লালসা নেই ধনের,
দুটি মনের শক্ত শপথ হবে
সারাজীবন দু’জন দু’জনার হয়ে রবে।

একটু সতেজ অনুভূতি খুঁজি আমি
ভালোবাসা মানুষের মনকে করে দামী,
পবিত্র প্রেম শ্রদ্ধা আর সম্মানে
পরিপূর্ণ তৃপ্ত হয় মানব মনে।

ভালোবাসা খুঁজে পাওয়া বড্ড কঠিন
না পেলে জীবন হয় মূল্যহীন,
ভালোবাসার পেলে জীবন হয় বর্ণীল
কোনো কিছুতেই থাকে না গরমিল।

দেশদর্পণ/জেআর/এসজে