রাবিতে সায়েন্স ক্লাবের অমর একুশে গ্রন্থমেলা

রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের ২য় বাবের মত ‘অমর একুশে গ্রন্থমেলা শুরু আগামী ১৮ ফেব্রæয়ারি। বিশ^বিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মেলাটি চলবে ২১ শে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত। বইমেলার উদ্বোধন করবেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.চৌধুরি মো: জাকারিয়া।

মেলায় থাকছে চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলায় নির্বাচিত বইসমূহ এবং ভাষাসাহিত্যের বিখ্যাত লেখকদের উল্লেখ্যযোগ্য গ্রন্থসমূহ । অন্যান্য বইয়ের মধ্যে থাকছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, মৌলিক বিজ্ঞানের উপর লিখিত বই,ম্যাগাজিন এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকদের লেখা বই সমূহ।
আরও পড়ুন: `বাচ্চাদের মেরে ফেললাম, আমার লাশ পাবে রেললাইনে’

প্রসঙ্গত, বইমেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার চেতনার উম্মেষ ঘটানো অমর একুশে গ্রন্থ কুটির বইমেলার লক্ষ্য। রাবির সায়েন্স ক্লাব বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলছে।

দেশদর্পণ/এএসএস/এসজে