ইবিতে বসন্ত উৎসব

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্ত উৎসব ১৪২৬ পালিত হয়েছে। শনিবার বাংলা বিভাগের আয়োজনে ক্যাম্পাসে এ উৎসব পালিত হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা মে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আরও পড়ুন: দেশের প্রথম সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘কথা’

আলোচনা সভায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুনÑউরÑরশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সেখানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দেশদর্পণ/এএন/এসজে