অস্ত্রের মিস ফায়ারে পুলিশ সদস্য আহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ অস্ত্র পরিষ্কার করতে গিয়ে মিস ফায়ারে আহত হলেন পুলিশের এক কনস্টেবল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট পুলিশ ফাঁড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত কনস্টেবলের নাম কামরুল ইসলাম। তিনি রাঙ্গুনিয়ার পদুয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল মো: কামরুল ইসলাম নিজের অস্ত্র পরিস্কার করতে গিয়ে অসাবধান বশতঃ নিজ অস্ত্র (মিস ফায়ারে) থেকে গুলি বেরিয়ে তার কপালে বিদ্ধ হলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটে পড়ে। গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। পরে থানার উপপরিদর্শক মো. এরশাদ এম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কনস্টেবল মো. কামরুল ইসলাম নিজের অস্ত্র পরিষ্কার করতে গিয়ে মিস ফায়ারে আহত হয়। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।’