রদবদল

মানব সভ্যতার এই জগতে
সৃষ্টির সেরা মানুষ সেজে,
পৃথিবীতে এলাম ফিরে
থাকবো হেসে সুখে দুখে।

দুঃখ কষ্ট মেনে নিয়ে
চলবো সবাই মিলেমিশে,
ক্ষণিকের এই জীবনে
থাকবো সুখের শীর্ষে।

সাদা-কালোর ভেদাভেদ ভুলে
জীবন শেষের মরণ কালে,
নামাজ রোজা করবো মেনে
পূর্ণতা আসে জীবনের ক্ষণে।

সুখের পানে হাত বাড়িয়ে
দুখের জীবন যাই ভুলে,
হাত তুলিনা মাওলানার কাছে
রদবদলের এই জগতে।

দেশদর্পণ/এফএফ/এসজে