জাবিতে করোনা ভাইরাস সচেতনতায় সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) Emaergence and Outbreak of Novel coronavirus : Awareness and Precaution শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সকালে পাবলিক হেলথ এ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই সেমিনারের আয়োজন করে। বিভাগীয় সভাপতি ড. মো. তাজউদ্দিন শিকদারের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা ছিলেন ঘওচঝঙগ এর সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা খানম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাবি মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুভ্র কান্তি দে এবং ইনস্টিটিউট অব ইপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এ্যান্ড রিসার্চ (ওঊউঈজ) এর কারিগরি উপদেষ্টা ড. মোহাম্মদ মুশতাক হুসেন।
আরও পড়ুন: যশোর কচুয়া ইউনিয়নে তিন ওয়ার্ডে আ’লীগের সম্মেলন সম্পন্ন

সেমিনারে মূল বক্তা অধ্যাপক ড. ফাহমিদা খানম বলেন, করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য ব্যাপকভাবে সারাদেশে প্রচার চালাতে হবে। এটি একটি জীবনঘাতী ভাইরাস। এই রোগের ভয়াবহতা নিয়ে আজ বিশ্বব্যাপী আতংকের সৃষ্টি হয়েছে। তাই এটাকে এখনই প্রতিহত করা জরুরি হয়ে পড়েছে। সেমিনারে অন্যান্য বক্তাগণ বলেন, সরকার, জনগণ ও সেবামূলক প্রতিষ্ঠানকে এই ভাইরাস দমনের জন্য এগিয়ে আসতে হবে।

দেশদর্পণ/এইচআরআর/এসজে