ইবিতে ‘নবীন বৈজয়ন্তী উৎসব’ পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে ‘নবীন বৈজয়ন্তী উৎসব’ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় বাংলা মে বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে এ ‘নবীন বৈজয়ন্তী উৎসব’ পালিত হয়।

নবীন বৈজয়ন্তী উৎসবে থিয়েটারের সদস্যদের অংশগ্রহনে নৃত্য, গান ও আবৃত্তিসহ সমাজ সচেতনতা মূলক নাটক ‘নাদানের বিয়ে’ ম স্থ হয়। নাটকটিতে বাল্য বিবাহ, অপচিকিৎসা, যৌতুক প্রথার কুফল, স্বামী ও শাশুড়ি কর্তৃক বউ অত্যাচারের কাহিনী সুন্দর ভাবে ফুটে উঠেছে।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: শাস্তি পেল ৫ ক্রিকেটার

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমানের সার্বিক তত্ত¡াবধায়নে ও সাধারণ সম্পাদক এনামুল হকের নির্দেশনায় নাটকটিতে তন্ময় সেন, নিশাত, ফাহিম, মুহিদ, পিয়াস ও লাবণ্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুন্সী মুর্তজা আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তা ও থিয়েটারের উপদেষ্টা গাউসুল আজম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেশদর্পণ/এএন/এসজে