র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিন ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে ডাকাত দলের “বন্দুকযুদ্ধ” ঘটনা ঘটেছে। এতে টেকনাফের ডাকাত সর্দার নুরুল আমিন প্রকাশ আমিন ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে র‌্যাবের দুই সদস্য।

তথ্য সূত্রে জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে হ্নীলা ইউনিয়ন লেদা নুরুলী পাড়া এলাকায় একদল ডাকাত অপরাধ সংঘটিত করার জন্য অবস্থান নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে ভোর ৩ টার দিকে র‌্যাবের-১৫ এর সদস্যদের একটি দল সাঁড়াশি অভিযানে গেলে ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করে।

র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছূড়ে।গোলাগুলির কিছুক্ষণ পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে র‍্যাব সদস্যরা।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশি

গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের সদস্যকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মৃতদেহের ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ডাকাত হচ্ছে, লেদা নুরালী পাড়া এলাকার মৃত মকতুল হোসেনের পুত্র ডাকাত দলের প্রধান ডাকাত নুরুল আমিন (৩০)।

র‌্যাব ঘটনাস্থল থেকে ১টি থ্রী কোয়ার্টার গান, ১টি ওয়ান শুটার গান, ৪টি তাজা কার্তুজ, ৩টি গুলির খালি খোসা, মিয়ানমারের তৈরী ১১টি এমপিটি সীম ও ১টি টেলিটকসীম উদ্ধার করেছে বলে জানা যায়।

র‌্যাব -১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দলের সদস্যরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত মাদক পাচার, খুন, অপহরনসহ এমন কোন অপরাধ নেই তারা করছেনা। তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।

দেশদর্পণ/এসএ/এসজে