চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ১৬ ফেব্রুয়ারি

চট্টগ্রাম সিটি (চসিক) নির্বাচনের তফসিল আগামী ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এছাড়া ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রাম সিটির ভোট হতে পারে বলে জানিয়েছেন একাধিক ইসি কর্মকর্তা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) হবে নির্বাচন।

উল্লেখ্য, ২০১৫ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র এম মনজুর আলমকে হারিয়ে নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। আগামী ২০২০ সালের ৫ আগস্ট এ সিটির মেয়াদ শেষ হবে। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে আগামী ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রাম সিটির ভোট হতে পারে বলে তিনি জানিয়েছেন।

দেশদর্পণ/এমএম/এসজে