১৫ মিনিটেই করোনা নির্ণয়!

ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তিব্বতসহ চীনের সব অঞ্চলে। আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে চীনে প্রাণ হারিয়েছে ২৫৮ জন। এছাড়াও আক্রান্তের সংখ্যা প্রায় দশ হাজার।

তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস শনাক্তে দ্রুততম পদ্ধতি বের করেছে চীনা বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে করোনা সংক্রমণ রোগীকে শনাক্ত করা যাবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম শুক্রবার এ খবর দিয়েছে।
আরও পড়ুন: সর্বনাশা রূপ নিয়েছে করোনা

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের উসি’তে অবস্থিত একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত বিশেষজ্ঞরা এটি বের করেছেন। এর মাধ্যমে ৮ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বাক্স বা কিটের গণ-উৎপাদনও শুরু হয়েছে চীন।

বর্তমানে প্রতিদিন ৪ হাজার বাক্স উৎপাদন করা হচ্ছে। তবে উসির নগর কর্তৃপক্ষ উৎপাদন মাত্রা আরও বাড়ানোর চেষ্টা করছে।

দেশদর্পণ/এসজে