ঝিকরগাছা মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

“শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা” প্রতিপাদ্যকে ধারন করে ঝিকরগাছা মানবাধিকার কমিশনের উদ্যোগে রবিবার গদখালী বাজারে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি আলমগীর হোসেন । সঞ্চালনা করেন, সদস্য জীবন মুন্সী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, প্রধান গভর্ণর, সাইমুম রেজা পিয়াস। প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল জুয়েল ইমরান।

বিশেষ অতিথি ছিলেন, আব্দুর রাজ্জাক,অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা, রিজিয়াৎ পারভীন মুক্তা, সভাপতি যশোর জেলা মানবধিকার কমিশন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আন্তজার্তিক সম্পাদক ফয়েজ আহম্মেদ, দপ্তর সম্পাদক সম্রাট, সদস্য জীবন মুন্সী, সদস্য রাজন, শান্ত হোসেন প্রমুখ।
আরও পড়ুন: স্কোয়াশ সবজি চাষে সফলতা, ধারণা নেই কৃষি কর্মকর্তার!

প্রধান আলোচক সাইমুম রেজা বলেন, গ্রামের মানুষ কাঁপছে মাঘ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের।

প্রধান অতিথি জুয়েল ইমরান বলেন, আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে উষ্ণতার মাঝে ডুবে আছেন একইসময় এসব শীতার্ত মানুষগুলো তখনো আপনার অপেক্ষায় আছে। আশায় আছে সমাজের স্ব”ছল বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন, শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবেন।

আসুন সবাই মিলে চেষ্টা করি। শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিই এক টুকরো গরম কাপড়। সংগঠনের সভাপতি আলমগীর হোসেন বলেন, আপনার সামান্য ত্যাগের বিনিময়ে শীতের কষ্ট থেকে মুক্তি পাবে একজন অসহায় মানুষ, একটি দরিদ্র পরিবার।

দেশদর্পণ/এসএস/এসজে