স্পর্শ

নিশ্চুপ হয়ে বসে আছি একদিন পড়ার টেবিলে
অদ্ভুত লাগে প্রতিটি পৃষ্ঠার লেখাগুলো,
চোখে ঘুম ভাব দেহে ক্লান্ত দুপুরের স্পষ্ট ছাপ
বইয়ের পাতায় দেখি এক নারী ছবি ভেসে এলো।

কোথায় যেন দেখেছিলাম তারে কিছু মনে নেই
শুধু ভাবি আমার খুব পরিচিত হাজার বছর ধরে,
হঠাৎ ফেইসবুকে চোখ পড়তেই দেখি সেই ছবি
মনে হয় সে আমারে খুঁজেছে বারেবারে।

তার সাথে ভয়ে ভয়ে কথা হলো কিছু সময়
যেন গোপন প্রেমের ভয় বাসা বেঁধেছে মনে,
আমার ভালোলাগা শুরু সেই দিন থেকেই
তাকে ভালোবেসেছি মনেপ্রাণে।

তার মায়াবী চোখে দীর্ঘ প্রেমের কবিতা আছে
একজন আদর্শ প্রেমিকা হওয়া গুণ আছে,
ভালোবাসার স্পর্শেই হবে ভালোবাসার বিজয়
তোমার অনূভুতি এই হৃদয়ে শিহরণ জাগায়।

দুজনার নতুন প্রেমের বন্ধন হোক দৃঢ় বিশ্বাসের
ভালবাসার জালে যেন আটকে থাকে দুটি মন,
তোমার অনূভুতির চাদরে ঢেকে রেখো আমাকে
মনে রেখো তোমাকে আমার খুব প্রয়োজন।

স্পর্শ, তোমার স্পর্শে আমি আবেগাপ্লুত হয়ে যাই
তোমার হাসিতে আমার সুখ খুঁজে পাই
গভীর রাতে তুমি আমার স্বপ্নে আসো
কারণ তুমি আমায় অনেক ভালোবাসো।

দেশদর্পণ/জেএইচ/এসজে