জীবননগরে শীতবস্ত্র বিতরণ করেন এসপি জাহিদুল ইসলাম

জেলার জীবননগর থানাধীন রায়পুর স্কুল মাঠে অসহায়, গরীব, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এসপি মোঃ জাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সিনিয়র এ এস পি আবু রাসেল, দামুড়হুদা, জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, তদন্ত্য ওসি ফেরোদৌস ওয়াহেদ, ওসি অপারেশন সেলিম মোল্লা, আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ কেন্দ্রীয় ছাএলীগের সহ সভাপ্রতি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তারিকুল ইসলাম তারা বলেন আসুন সবাই মিলে নিজ নিজ এলাকার শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আরও পড়ুন: উপজেলা ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে ঘূষ-দূর্নীতির অভিযোগ

যারা এক টুকরো শীত বস্ত্রর জন্য মানবেতর জীবন যাপন করছে। তাই সবাই মিলে শীতার্ত অসহায় মানুষদেরকে শীত বস্ত্র দান করি । দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাজ, একটা প্রবাদ আছে।অনেক টাকা পয়সা আমরা অপচয় করি থাকি। সে টাকা থেকে কিছু টাকা দিয়ে শীত বস্ত্র কিনে দান করলে আপনার প্রতি আল্লাহ তায়ালা খুশি হবেন। আপনার রোজী রোজকার বৃদ্ধি করে দিবেন। তাই প্রত্যেক উপজেলায় সেচ্ছাসেবক চাই যারা অসহায় মানুষের জন্য কাজ করবে। চুয়াডাংগার এসপি মোঃ জাহিদুল ইসলাম আরো বলেন ভোগেই সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ।

দেশদর্পণ/টিআর/এসজে