ভূল চিকিৎসার অভিযোগে চিকিৎসকের কারাদন্ড

মাগুরায় ভুল অস্ত্রপচারের অভিযোগে মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডাক্তার নন্দ দুলালের ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে মাগুরার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জিয়াউর রহমান এ দণ্ড প্রদান করেন।তবে সাজাপ্রাপ্ত চিকিৎসকের পক্ষের আইনজীবী একই আদালতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আরও পড়ুন: আদর্শবান তরুণ সমাজ চাই

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি ওয়াজেদা সিদ্দিকি জানান,গত ২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় চিকিৎসক নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে সদর উপজেলার হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের অস্ত্রপচারের সময় মুত্রনালি কেটে ফেলেন।চিকিৎসকের ভূল অস্ত্রপচারের কারনে সালমা খাতুন পঙ্গু হয়ে গেলে তার স্বামী নুরুল হাকিম তুহিন বাদি হয়ে মাগুরা জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে জেলা প্রশাসকের নিকট লিখিত ভাবে চিকিৎসক নন্দ দুলাল তার ভুল স্বীকার করেন। পরে আদালতে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে চিকিৎসক নন্দ দুলালকে এক বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক।

আসামী পক্ষের আইনজীবি কুমুদ রঞ্জন জানান,আপিলের স্বার্থে একই আদালতে আসামীর জামিন আবেদন করায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জিয়াউর রহমান তা মঞ্জুর করেছেন।

দেশদর্পণ/এমএম/এসজে