শিশু ধর্ষণের অভিযোগে চিকিৎসক আটক

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তাফসীর উদ্দীন (২৬) নামের এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। তাফসীর উদ্দীন লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ছদাহা ছহিরপাড়ায় ওই চিকিৎসকের চেম্বারে শিশুটি তার পায়ের ব্যান্ডেজ পাল্টাতে গেলে এ ঘটনা ঘটে। এঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নার্সারি পড়ুয়া এক শিক্ষার্থী তার ভাইকে নিয়ে ছদাহার ছহিরপাড়ায় পল্লী চিকিৎসক তাফসীর উদ্দীনের ফার্মেসীতে পায়ের ব্যান্ডেজ পাল্টাতে যায়। এসময় তাফসীর শিশুটির ভাইকে দোকানের সামনে বসে রেখে পায়ের ব্যান্ডেজ খুলার নামে ভিতরে চেম্বারে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি তার মায়ের কাছে গিয়ে ঘটনার বর্ণনা দিলে স্থানীয়দের সহযোগিতায় ফার্মেসিতে গিয়ে তাফসীর উদ্দীনকে পুলিশ আটক করে।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী বলেন, পায়ের ব্যান্ডেজ পাল্টাতে গিয়ে ছদাহায় বুধবার সন্ধ্যায় এক পল্লী চিকিৎসকের কাছে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ভাবে জানতে পারি শিশুটি ধর্ষণ হয়েছে। এসময় পল্লী চিকিৎসক তাফসীর উদ্দীনকে আটক করা হয়। এঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়।