দ্বিতীয় জয় তুলে নিল সালমারা

এসএ গেমস ক্রিকেটের মহিলা ইভেন্টে স্বাগতিক নেপালকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা।

টসে জিতে প্রথমে নেপালকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পরে ১৯ ওভার ২ বল খেলে মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় নেপালের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও আয়শা রহমান ৭ ওভার ২ বল খেলে অপরাজিত থেকে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌছে দেন। মুর্শিদা অপরাজিত থাকেন ২৩ রানে। আর আয়শা রহমান অপরাজিত থাকেন ২৬ রানে।

আরও পড়ুন:
মুদি দোকানের নিচে মিললো পাঁচ বস্তা পয়সা!
সালমান-প্রিয়াঙ্কার জনপ্রিয়তার লড়াই!

এছাড়া ম্যাচটিতে বাংলাদেশের হয়ে বোলিংয়ে সবচেয়ে উজ্জল ছিলেন রাবেয়া খাতুন। তিনি একাই তুলে নেন ৪টি উইকেট। পুরষ্কার স্বরূপ ম্যাচসেরাও হয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
নেপাল : ৫০ (১৯ ওভার ২ বল)
বেলবাসি ১৩, খাদকা ১২
রাবেয়া খাতুন ৮ রানে ৪ উইকেট
বাংলাদেশ : ৫১ (৭ ওভার ৪ বল)
মুর্শিদা ২৩, আয়শা ২৬
ফলাফল : বাংলাদেশ ১০ উইকেটে জয়ী

ডিসেম্বর ৪, ২০১৯ at ১১:৪৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এআই