খাগড়াছড়িতে শান্তি চুক্তির ২২ বছর পূর্তি উদযাপন

পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই উল্লেখ করে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ইতিমধ্যে চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট ধারাসমুহ শীঘ্রই বাস্তবায়ন হবে। দুই দশকের সংঘাত শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফসল পার্বত্য শান্তি চুক্তির সুফল ভোগ করছে তিন পার্বত্য জেলার সাধারণ মানুষ। সোমবার (২ ডিসেম্বর) সকালের দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পার্বত্য শান্তিচুক্তির ২২বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে ‘বাইশটি স্মারক বৃক্ষরোপন’ শেষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধণ করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ কর্মসুচীর আয়োজন করে।

আরও পড়ুন:
১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি
শিবগঞ্জে ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়েজুর রহমান, খাগড়াছড়ি ডিজিএফআই‘র ডেট কমান্ডার কর্নেল নাজিম উদ্দিন, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্র চৌধুরী অপু ও পার্থ ত্রিপুরা জুয়েল ছাড়াও পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।

এর আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শান্তি চুক্তি দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সহ আমন্ত্রিত অতিথিগণ। এরপরপরই খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে শুরু হয়ে এক বর্ণিল শোভাযাত্রাটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার হয়ে জেলা শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে বর্ণিল ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এছাড়াও খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নসহ মাটিরাঙ্গা, সিন্ধুকছড়ি, লক্ষীছড়ি ও রামগেড় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২২ বছর পূর্তি উদযাপিত হয়েছে। শান্তি চুক্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ্রগহনে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা।

একইদিন বিকালের দিকে ঐতিহাসিক শান্তি চুক্তি পরবর্তী অস্ত্র সমর্পন অনুষ্ঠানস্থল খাগড়াছড়ি স্টেডিয়ামে সম্প্রীতি কনসার্টে মঞ্চ মাতান দেশের খ্যাতনামা শিল্পীরা।

ডিসেম্বর ২, ২০১৯ at ২১:১৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এটি/এআই