দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শনিবার (৩০নভেম্বর) মিরসরাইয়ের মাসিক দুর্বারের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির সভাপতি মাজাহারের সৌজন্যে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতে মিরসরাই সমিতির সভাপতি এস.এম মাজাহার উল্যাহ, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, সহকারী প্রধান বিপুল চন্দ্র দে, স্কুল পরিচালনা কমিটির সদস্য মেজবাহ উল আলম, মাসিক দুর্বারের সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদার,দুর্বার টুয়ান্টিফোর নিউজের ব্যবস্থা পরিচালক বণিক রানা, অনলাইন নিউজ পোর্টাল দেশ দর্পনের মিরসরাই প্রতিনিধি জাবেদ ভূঁইয়া, স্কুলের সিনিয়র শিক্ষক তারেক নিজামসহ প্রমুখ।

আরো পুড়ুন:
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকা মুল্যের ভারতীয় ঔষুধ জব্দ
তহিরপুরে বাঁধ নির্মাণে গনশুনানি ও মতবিনিময় সভা

উক্ত অনুষ্ঠানে প্রায় ৫০ জন দরিদ্র ও অসহায় মেধাবী  শিক্ষার্থীদের মাঝে প্রতিজনকে ১রিম কাগজ, ১টি বড় ডিকশনারি, জ্যামিতি বক্স ও ৫টি করে কলম প্রদান করা হয়।

৩০ নভেম্বর, ২০১৯  at ১৭:৫১:০৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এজে