ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী আজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ স্নেহভাজন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবাষির্কী ২৮ নভেম্বর।

এ উপলক্ষে মোহাম্মদ হানিফের একমাত্র পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
আরো পড়ুন:
বিএসসি’র নতুন ৫ টি জাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, একজন সফল রাজনীতিক হিসেবে মোহাম্মদ হানিফ তার কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।

তিনি বলেন, মোহাম্মদ হানিফ ছিলেন একজন সৎ ও ন্যায়নিষ্ঠ রাজনীতিবিদ। কোনো ধরনের প্রলোভন তাকে কখনও আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। একাগ্রতা, আন্তরিকতা ও বলিষ্ঠ নেতৃত্বের গুণে রাজনৈতিক জীবনের প্রতিটি পদে তিনি ছিলেন অত্যন্ত সফল।

তিনি মোহাম্মদ হানিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

নভেম্বর ২৮, ২০১৯ at ১২:৪৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জানি/এমএন