বাঁচতে চাই হাসান

চট্রগ্রাম ফটিকছড়ি পৌরসভা সদর ৭নং ওয়ার্ডের বাসিন্দা হাসান ফুসফুস সমস্যায় জর্জরিত, ডাক্তারী চিকিৎসার ২বছর পর জানা গেল তার একটা ফুসফুস সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, এবং অতি শ্রীগ্রই যদি বাইরের দেশে উন্নত চিকিৎসার মাধ্যমে তার নষ্ট ফুসফুস অপারেশন করে বের করা না হয় তাহলে অন্য ফুসফুসে ইনফেকশন হয়ে যাবে, তখন আর হাসান কে বাচাঁনো সম্ভব হবেনা বলে জানিয়েছেন ডাক্তার।

কবির আহাম্মদ সওদাগর বাড়ির মোঃবদিউল আলম পেশায় একজন কৃষক ছিলেন কিন্তু এখন বেকার তার একমাত্র ছেলে হাসান, হাসান বাঁচার আকুতি করছে কিন্তু তাকে বাচাঁতে প্রয়োজন ৩ লক্ষ টাকা।

আরও পড়ুন:
৯৮টি বেসরকারি ক্লিনিকের ৭৫টিই লাওয়ারিশ
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করবে ইউনেস্কো

তার পরিবারের পক্ষে এত টাকা দিয়ে অপারেশন করা সম্ভব হচ্ছেনা বলে সে এবং তার পরিবার সমাজের উচ্চবিত্ত এবং সাধারণ মানুষের সাহায্য চেয়েছে, তাকে বাচাঁতে আর্থিকভাবে এগিয়ে আসুন। ব্যাক্তিগত বিকাশ নাম্বারঃ-০১৮৬৪৪৮৬২৪৭
অথবা সরাসরি যোগাযোগঃ-০১৫৭৫০৮০৯১১

নভেম্বর ২৮, ২০১৯ at ১০:০২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমজে/এআই