সিরিয়ায় কয়েক ডজন মিসাইল ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

বুধবার সিরিয়ায় ইরানের কুদস বাহিনীর সামরিক অবস্থানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আনাদলু জানায়, আগের দিন সিরিয়া থেকে ইসরায়েলি ভূমিতে রকেট হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ দামেস্কে সিরিয়া বাহিনী ও ইরানের কুদস বাহিনীর ঘাঁটি, আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, মারণাস্ত্র অবস্থানের ওপর এই হামলা চালানো হয়েছে।

তবে সিরিয়ার সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলের নিক্ষিপ্ত মিসাইল আঘাত হানার আগেই সেগুলো ভূপাতিত করা করেছে সিরিয়ার সেনাবাহিনী।

ইসরায়েলি হামলায় দুই আবাসিক ভবন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে সিরিয়া কর্তৃপক্ষ। এতে শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক হওয়ার হওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন :
মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ইরানে নিহত ১০৬
ঝিনাইদহে লবণের ডিলার মোহাম্মদ আলী আটক

ইসরায়েলি হামলায় দুই আবাসিক ভবন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে সিরিয়া কর্তৃপক্ষ। এতে শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক হওয়ার হওয়ার ঘটনা ঘটে।

২০ নভেম্বর, ২০১৯  at ১২:৪০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/দেশরু/এজে