ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্লাস্টিকের বস্তায় পণ্য রেখে বিক্রি করার দায়ে শহরের পুরাতন সাতক্ষীরা ও কাটিয়া বাজারের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুরাতন সাতক্ষীরার দুটি মুদির দোকান ও কাটিয়ার তিনটি মুদির দোকান মালিককে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজশাহীর অন্তঃনগর সব রুটের বাস চলাচল বন্ধ, জনদূর্ভোগে যাত্রীরা

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী প্লাস্টিকের বস্তায় নির্দিষ্ট পণ্য রেখে বিক্রি করার দায়ে পাঁচ দোকান মালিককে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

নভেম্বর ১৮, ২০১৯ at ২২:৩৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আআমা/এএএম