সুনামগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ জেলা বিএনপি সারাদেশে পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে । সোমবার(১৮ নভেম্বর) সকালে শহরের পুরাতন বাসষ্টেশন এলাকা থেকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কিছু আগালেই পুলিশ বাঁধা দেয়। পরে তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ওয়াকিপুর রহমান গিলমান, রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা সেচ্চাসেবকদলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন:
শিবগঞ্জে নবান্ন উৎসব উপলক্ষে উথুলী ও মহাস্থানে জমজমাট  মাছের মেলা
ভূরুঙ্গামারীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সমাবেশে বক্তারা বলেন, সরকার জনগনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। এদেশের মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সরকারি দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই দেশে পেয়াজের এমন দাম বেড়েছে। পেয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পেরে নানা হাস্যকর কথাবার্তা বলছে।

নভেম্বর ১৮, ২০১৯ at ১৯:৪২:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/জেভি/এআই