আজ চবির ৫৩ তম বর্ষপূর্তি।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ২১০০ একরের উপর নির্মিত দেশের অন্যতম সেরা বিদ্যাপিঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সাল থেকে আজ পর্যন্ত কত সফলতার গল্প গড়ে উঠেছে! কত রথীমহারথীদের জন্ম দিয়েছে!
নয়নাভিরাম সবুজের ক্যাম্পাসটি প্রতিনিয়ত তারুণ্যের পদচারনায় মুখর। রয়েছে ঐতিহ্যবাহী শাটল, যাকে ঘিরে কত শত স্মৃতি, ঐতিহ্য।
দেশের অন্যতম সেরা এই বিদ্যাপিঠ সমৃদ্ধ হয়েছে উপমহাদেশের খ্যাতিমান ভৌত বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক আবুল ফজল, আলাউদ্দিন আল আজাদ, মূর্তজা বশীর সহ বহু কীর্তিমানের জ্ঞানের আলোয়।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক, শিক্ষার্থীরা স্ব স্ব ক্ষেত্রে রেখেছেন নিজেদের প্রতিভার স্বাক্ষর। সবুজ অরণ্য, শাটলের ক্যাম্পাসটি দেখতে দেখতে অর্জন ও সাফল্যের ৫৩ টি বছর কাটিয়ে ফেলল। বহু উৎসাহ, উদ্দীপনা আর আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে চির যৌবনা,চির সৌন্দর্যের ক্যাম্পাসটির ৫৩ তম বর্ষপূর্তি।

১৮ নভেম্বর, ২০১৯  at ১৭:২৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সাফা/এজে