মানোন্নয়নকৃতদের ভর্তির দাবিতে চবি’র সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন। 

২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ন মানোন্নয়নকৃত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে মানববন্ধন করেছে চবি’র সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে একাত্বতা জানিয়ে সমর্থন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ধীষণ প্রদীপ চাকমা, শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সায়মা আক্তার নিশু সহ আরো অনেকে।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, “যেখানে অস্পষ্টতা থাকে, সেখানেই জটিলতা সৃষ্টি হয়। এ শিক্ষার্থীরা ক্লান্ত, অভিভাবকরা বারবার আমাদের কাছে সহায়তার জন্য আসছেন। আমরা তাদের স্পষ্ট কোনো জবাব দিতে পারছি না।

আরো পড়ুন :
ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

আবারো উত্তপ্ত জম্মু-কাশ্মীর, গোলাগুলিতে নিহত ২

কতটা অসহায় আর নির্মমতার শিকার হলে এভাবে তারা সাহায্য চাইতে পারে। এ ছেলেমেয়েগুলোর যেহেতু পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেহেতু তাদের সুযোগ দিতে হবে। ভুল সবারই থাকে, অতিদ্রুত বিষয়টির সমাধান করুন।

১২ নভেম্বর, ২০১৯  at ১৩:১৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এজে