দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিষয়ে রাবিতে বক্তৃতা

‘বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ যোগসূত্র ও বিস্তার’ শীর্ষক এক বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) আয়োজিত এক সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সভায় বক্তারা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

আরো পড়ুন:
বিশ্বের শীর্ষস্থানীয় হাভাল এসইউভি ব্রান্ডের একটি বহর সরবরাহ করেছে এইস অটোস
এবার সালমানকে টক্কর দিবেন রণদীপ!

আইবিএস পরিচালক অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্ব ও আইবিএসের পিএইচডি ফেলো ফারজানা নাসরিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আাজিজুল হক, আইবিএস এর প্রাক্তন পরিচালক অধ্যাপক মো. শহীদুল্লাহ্, অধ্যাপক স্বরোচিষ সরকারসহ বিশিষ্ট শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

১১  নভেম্বর, ২০১৯  at ১৯:৪৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আসাস/এজে