বন্ধ করে দেওয়া হল চিনের কাচের সেতু গুলি

চীনে কাচ দিয়ে নির্মিত রোমাঞ্চকর বেশ কিছু সেতু পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হলো। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য এসব সেতু বন্ধ করে দেয়া হয়েছে।উল্লেখ্য,

চীনের বিভিন্ন প্রদেশে কাচের তৈরি সেতুসহ নানান আকর্ষণীয় নির্মাণশৈলীর স্থাপনা আছে। আর সম্প্রতি এসব স্থানে বৈরী আবহাওয়ায় অসাবধানতাবশত দুর্ঘটনায় পতিত হয়ে পর্যটকদের মারা যাওয়া ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চলতি বছরের শুরুর দিকে গুয়াংজিপ্রদেশে একটি গ্লাস স্লাইড থেকে পড়ে এক পর্যটক নিহত হন। ওই ঘটনায় আরও ছয়জন আহত হন। বৃষ্টির কারণে পা পিছলে ওই দুর্ঘটনা ঘটে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মার্চ মাস থেকেই হেবেইপ্রদেশে ঝুঁকিপূর্ণ আকর্ষণীয় ২৪টি পর্যটন স্থান বন্ধ রয়েছে।

আরো পড়ুন :
কার্যকর হতে যাচ্ছে নতুন সড়ক পরিবহন আইন
আওয়ামীলীগের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু গ্রেফতার

সব মিলিয়ে বর্তমানে হাঁটার পথ, উঁচু থেকে দৃশ্য দেখার স্থানসহ কাচের নির্মিত ৩২ পর্যটন স্থান রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। প্রসঙ্গত চীনের বিভিন্ন স্থানে দুই হাজার ৩০০টি কাচের সেতু রয়েছে।

২০১৬ সালে হুনানপ্রদেশে দুটি পাহাড়কে সংযুক্ত করা একটি কাচের নির্মিত সেতু যখন উদ্বোধন করা হয়, তখন সেটি বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাচের নির্মিত সেতু ছিল।

৩১, অক্টোবর,  ২০১৯  at ১৬:১৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আপ্র৯এজে