চবিতে ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার (২৭ অক্টোবর)। আজ ‘বি’ ইউনিটে পরীক্ষা দিবে ৪২ হাজার ০৪ জন ভর্তিযুদ্বা।এক আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ৩৫ জন শিক্ষার্থী ভর্তি জালিয়াতি ঠেকাতে সকল পরীক্ষা ক্যাম্পাসে নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।
২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে চবি’র সকল পরীক্ষা ক্যাম্পাসে দুই শিফটে নেওয়া শুরু হয়।সেই হিসেবে ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘বি’ ইউনিটে ২০০০০১ রোল থেকে ২২১০০২ রোল পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম শিফটে, ২২১০০৩ রোল থেকে ২৪২০০৪ রোল পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় শিফটে পরীক্ষা নেওয়া হবে।
প্রথম শিফটে পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল ০৯:৪৫ মিনিটে। OMR ফরম বিতরণ করা হবে সকাল ১০:১৫ মিনিটে। প্রশ্নপত্র প্রদান করা হবে সকাল ১১টায় এবং পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। এছাড়াও দ্বিতীয় শিফটে পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে দুপুর ২:১৫ মিনিটে। OMR ফরম বিতরণ করা হবে ২:৪৫ মিনিটে। প্রশ্নপত্র প্রদান করা হবে ৩:৩০ মিনিটে এবং পরীক্ষা শেষ হবে বেলা ৪:৩০ মিনিটে।
প্রসঙ্গত, OMR পেপার দেওয়ার পর থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট শিক্ষার্থীদেরকোন প্রয়োজনে বাহিরে যাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে, ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ভর্তি পরীক্ষার উভয় শিফটের সময় ও রোল এবং স্থান প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তবে প্রতি ইউনিটের আসন বিন্যাসের বিষয়টি ভর্তি পরীক্ষার ৪৮ ঘন্টা আগে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে প্রশাষন নিশ্চিত করে।
অক্টোবর ২৭, ২০১৯ at ১৩:৪০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ/তুম