রায়পুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং এর ১৫০০ সদস্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীশেষে জেলা পরিদ ডাকবাংলো অডিটরিয়ামে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরো পড়ুন :

লক্ষ্মীপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০
লক্ষ্মীপুরে এডভোকেট নয়নের সংবর্ধনা তৃণমূল নেতাকর্মীদের ঢল
কেশবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

অনুষ্ঠানে রায়পুর পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী জামশেদ কবীর বাক্কিবিল্লাহর সঞ্চালনায় এবং রায়পুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি গাজী মাহমুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার স্পিনা রাণী প্রামানিক, রায়পুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মুন্সী, রায়পুর পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক কাউন্সিলর আইনুল কবীর মনির,

রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, মাজেদা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি তাফাজ্জল হোসেন মুন্সী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, রায়পুর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ নিজাম উদ্দীন, জেলা যুবলীগের সহ-সভাপতি আদনান চৌধুরী, জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফ,

মাহবুবুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান, রায়পুর কমিউনিটি পুলিশিং এর প্রত্যেক ইউনিটের নের্তবৃন্দ ও সদস্যবৃন্দ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বারগন, সাংবাবাদিক, ব্যবসায়ী, পৌর কাউন্সিলরগনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ, কাজী শহিদ ইসলাম পাপুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্চে, মানবতার কল্যানে পুলিশ ও কমিউনিটি পুলিশদের সাথে নিয়ে প্রত্যেকটি ঘরে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা ঐক্যবদ্ধ আছি, কোন দূর্বৃত্ত অন্যায়কারীর স্থান এই রায়পুরে হবেনা। আল্লাহর নাম নিয়ে সকলকে সাথে নিয়ে রায়পুর-লক্ষ্মীপুরের উন্নয়ন করা হবে।

 

অক্টোবর ২৬, ২০১৯ at ১৯:৫১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোআকল/তআ/ইব্রা