দামুড়হুদায় বাঁশবাগানে মিলল গাঁজা ও ফেনসিডিল

চুয়াডাঙ্গা বিজিবি দামুড়হুদার রঘুনাথপুর গ্রামের বাঁশবাগান থেকে নয় কেজি গাঁজা ও ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক জব্দ করা হয়।

আরো পড়ুন :

মেদনিপুর সিমান্তে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক
বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১০ আসামি আটক  
বাবার ক্লান্ত শরীরের ছায়া হবো

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, এদিন দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার রঘুনাথপুর গ্রামের বাঁশবাগান থেকে ৯ কেজি ভারতীয় গাঁজা ও ৮৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেনতিনি জানান, উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিলের আনুমানিক মূল্য ছেষট্টি হাজার সাতশত টাকা।

এসব গাঁজা ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

 

অক্টোবর ২৫, ২০১৯ at ১৫:৪৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতরচু/তআ/ইব্রা