ফেসবুক একাউন্ট নিয়ে সতর্ককতা

সম্প্রতি বাংলাদেশে ফেসবুকে বিতর্কিত পোস্ট নিয়ে বেশ কয়েকটি বড় হামলা, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনেও অনেকে গ্রেফতার হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ফেসবুক আইডি হ্যাকড করে বিতর্কিত পোস্ট দেওয়া হয়েছে। আর সেটিকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটেছে। ফলে ফেসবুক একাউন্ট খোলা ও সংরক্ষণে আরও সতর্ক হওয়া উচিত।

আরো পড়ুন:

দর্শনাকে পূর্ণাঙ্গ থানাসহ সারা বাংলাদেশে নতুন ৭ থানা ও বিশ্বনাথকে পৌরসভা অনুমোদন
ধর্ম-মানবতা ও রাষ্ট্র হুমকির মুখে
রাবি ভর্তি পরীক্ষা: স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছাত্রলীগ

নিম্নের পরামর্শগুলো মেনে চলা উচিত:
১.  মোবাইল নম্বর দিয়ে ফেসবুক আইডি খুলবেন না। এক্ষেত্রে মেইল অ্যাডড্রেস ব্যবহার করুন।
২. পাসওয়ার্ড হিসেবে মোবাইলের নম্বর ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতেই হয় তাহলে নম্বরের সাথে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেন। যেমন : *@#& ….।
৩. যার তার ডিভাইস থেকে লগ-ইন করা থেকে বিরত থাকুন। টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম চালু করুন।
৪. কিছুদিন পর পর পাসওয়ার্ডের ২-১ টা সংখ্যা অথবা পুরো পাসওয়ার্ড পরিবর্তন করুন।
৫. যাকে তাকে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এ্যাড করবেন না।
৬ নিজের ফেসবুক পাসওয়ার্ড অন্য কাউকে দেখাবেন না।
৭. নিজের আইডি নিজে খুলুন।  অন্যকে কাউকে দিয়ে আপনার ফেসবুক আইডি   খুললে, পরবর্তীতে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
৮. ফেসবুকের সিকিউরিটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
৯. ফেসবুকে অন্যের ট্যাগ বন্ধ রাখুন।
১০. ফেসবুকে উল্টাপাল্টা কোন কমেন্ট বা পোস্ট দেওয়া থেকেও বিরত থাকুন।
১১. ফেসবুক হ্যাকড হলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।

অক্টোবর ২১, ২০১৯ at ১০:৫৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম