জীবননগরে আমার গ্রাম আমার শহর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জীবননগরে ‘আমার গ্রাম আমার শহর, উন্নয়ন এবং তারুণ্যে শক্তি বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্থনীয় জনপ্রতিনিধি শিক্ষক ও সুশীল সমাজের জন প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি।

আরও পড়ুন :
রাণীশংকৈল উপজেলা আ’লীগের আয়োজনে এমপি’র মৃত্যুবার্ষিকী পালিত
দাম্পত্য জীবনে রজতজয়ন্তী পূর্ণ নাইম-শাবনাজের

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাজান আলী, তোফাজেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সকলের উদ্দেশ্য বলেন, গ্রামকে শহরে রুপান্তারিত করতে হলে আপনারদের সকলকে এগিয়ে আসতে হবে। কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।

টেকসই উন্নয়নের লক্ষে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, সুইমিংপুল, ফ্রি ওয়াইফাই সংযোগ,পল্লি এ্যামবুলেন্স, সুপেয় নিরাপদ পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে এবং ধোপাখালী গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলা হবে।

অক্টোবর ০৫, ২০১৯ at ১১:৫২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআর/আজা