পূজায় নারিকেলের সন্দেশ তৈরি করবেন যেভাবে

নারিকেল দিয়ে তৈরি যেকোনো খাবারই বেশ সুস্বাদু। বিভিন্ন মিষ্টি খাবার তৈরিতে নারিকেল ব্যবহার করা হয়। আজ শিখে নিন তেমনিই একটি রেসিপি নারিকেলের সন্দেশ-

উপকরণ:
নারিকেল ১টি
চিনি ১ কাপ
গুঁড়া দুধ ১ কাপ
ঘি ১ টেবিল চামচ
এলাচি ৩/৪টি।

আরো পড়ুন:
পূজা উদযাপনের শান্তিপূর্ণ চমৎকার পরিবেশ -স্বরাষ্ট্রমন্ত্রী
রাণীশংকৈলে আলী আকবর এমপি’র ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রক্রিয়া:
প্রথমে নারিকেল মিহি করে বেটে নিতে হবে। পাত্রে ১ টেবিল চামচ ঘি দিন। নারিকেল বাটা ঘিতে ছেড়ে দিন। চিনি ও এলাচি দিয়ে অনবরত নাড়তে থাকুন। চুলার আঁচ কমিয়ে নিন।

নাড়তে নাড়তে যখন মিশে আসবে তখন দুধ মিশিয়ে নিন। এরপর নাড়তে নাড়তে যখন দুধ নারিকেলের সাথে মিশে যাবে তখন নামিয়ে ফেলুন। একটু ঠান্ডা করে পছন্দমতো ডিজাইন চেপে সন্দেশ তৈরি করুন।

অক্টোবর ০৪, ২০১৯ at ২৩:৩৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএন/এএএম