পৌর মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মান কাজের উদ্বোধন

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) বেলা ১১ টার দিকে পৌর মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে স্থানীয় শহরের মহিলা ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সভাপতি এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাহিদুল ইসলাম, পৌর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কামরুন্নাহার ডলি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক ফারজেল হোসেন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

আরও পড়ুন:
রাণীশংকৈলে বাজার অভিযানে ৪ টি দোকানে জরিমানা
ইবিতে প্রতি আসনে লড়বে ২৭ জন ভর্তিচ্ছু

অনুষ্ঠানে পৌর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি সরকার স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ের সাফল্য তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের সামনে বিভিন্ন সমস্য নিয়ে বক্তব্য প্রদান করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী নিহাত সুলতানা।

প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক শরিফুজ্জামান তুহিন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

অক্টোবর ০২, ২০১৯ at ১৭:৩৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএম/কেএ