রাণীশংকৈলে বাজার অভিযানে ৪ টি দোকানে জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর বাজারে বুধবার (০২ অক্টোবর) দুপুরে বাজার অভিযানে ৩ টি দোকানে এবং রাণীশংকৈলে পৌর শহরে ১ টি দোকানে মোট ৪ টি দোকানে ১৩,০০০/- তের হাজার টাকা জরিমানা করেছে বাজার অভিযান পরিচলনা টিম।

অভিযানে গোগর বাজার আর্নিকা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ঔষধের সেম্পল বিক্রি ও রাখার দায়ে ৫০০০/- , ভাই ভাই সার দোকানে ওজনে কম দেয়ার কারণে ৩০০০/-, আলিম মুদি দোকানে ভেজাল নারিকেল তেল ও খোলা লবণ (আয়োডিন বিহীন) বিক্রির দায়ে ৩০০০/- ও পৌরশহরে এ-ওয়ান সিটি গোল্ড হাউজে পণ্যের গায়ে আসল ইস্টিকার ফেলে অতিরিক্ত মূল্যের নকল ইস্টিকার লাগানোর দায়ে ২০০০/- টাকা ভোক্তা অধিকার আইনে উক্ত জরিমানা করা হয়।

আরও পড়ুন:
কামারখন্দে সেতু আছে সংযোগ সড়ক নেই, নৌকা দিয়ে নদী পার
ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন নামে এক যুবক আটক

অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ শাদী । এছাড়াও অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেন, সহোযোগি স্যানিটারি ইন্সপেক্টর জাহেদুল ইসলাম মার্কেটিং অফিসার সামসুল হক ও রাণীশংকৈল পুলিশ প্রশাসন।

অভিযান শেষে রাণীশংকৈল শিবদিঘি পৌর বাজেরর পেঁয়াজ ব্যবসায়ীদের বেশি দাম না নেওয়াসহ প্রতিদিনের বাজার মূল্যের তালিকা টংগানোর ব্যপারে প্রাথমিকভাবে সর্তক করেন।

অক্টোবর ০২, ২০১৯ at ১৬:১৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচকে/কেএ